চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৬:০২ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পোর এলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে উপজেলা পর্যায়ে বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর এলাকার মৃধাপাড়া কাসেমুল উলুম হাফেজীয়া মাদরাসায় পুরস্কার অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ শাখার ইউনিয়ন ব্যাংক এর ব্যবস্থাপক গোলাম সারোয়ার জাহান।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।