উল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৬:০৯ অপরাহ্ণ |
উল্লাপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ হাজার ২৭৫ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হলো পাবনার চককইলানপুর মৃত ময়নদ্দীনের ছেলে মামুন শেখ (৩৫) এবং তিনগাছা গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজীব উদ্দিন (২৪)।

র‌্যাব-১২ সুত্রে জানা যায়, তাদের সদর কোম্পানীর একটি দল বৃহস্পতিবার দুপুরে পাবনা-সিরাজগঞ্জ সড়কে ঢাকাগামী একটি প্রাইভেট কারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। তখন তাদের গাড়িতে থাকা উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধার ও প্রাইভেট কারটি জব্দ করা হয়। পরে গ্রেপ্তার কৃতদের বিকেলে উল্লাপাড়ায় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে