হরিপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০; সময়: ৬:১১ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : পবার হরিপুর ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সোনাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল। বিশেষ অতিথি ছিলেন হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, হরিপুর যুবলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, হরিপুর ইউপি’র সদস্য শামীম শেখ, মুজিনা বেগম ও নাজমা বেগম। উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।