চাঁপাইনবাবগঞ্জের নতুন হাটে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুনহাটে বৃহস্পতিবার বিকেলে নিরাপদ শাকসবজি বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম জানান, প্রকল্প সহায়তায় পার্শ্ববর্তী টিকরামপুর এলাকার ৩০ জন কৃষককে জৈব প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ কৌশলের প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তার মাধ্যমে বর্তমানে শীতকালীন নানা পদের শাক-সবজির চাষ করা হয়েছে।
এতদিন এগুলি সেখান থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে চলে যেত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদার নির্দেশনায় এখন স্থানীয় ভাবে বিক্রয়ের জন্য এ কেন্দ্রে সে সব সবজি পাওয়া
যাবে।
উদ্বোধনের পর জেলা প্রশাসক দোকান থেকে বেশ কিছু শাকসবজি নিজের জন্য ক্রয় করেন। পরে হর্টিকালচার সেন্টার কল্যাণপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণে যোগদান এবং সেন্টারের উন্নয়ন কাজে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
অন্যদিকে সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে সিআইজি কৃষকগণের দলীয় সভায় অংশগ্রহণ এবং রাজস্ব প্রদর্শনীর সরিষা, ভুট্টাক্ষেত, এসএমই পেঁয়াজবীজ উৎপাদন, সাধারণ সরিষার চাষাবাদ কর্মকান্ড ঘুরে দেখেন জেলা প্রশাসক।