রাতে উবারচালকের সঙ্গে সোনমের ভয়ংকর অভিজ্ঞতা
পদ্মাটাইমস ডেস্ক : উবার বা ট্যাক্সিতে উঠে হয়রানির অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার সেই হয়রানির শিকার হলেন অভিনেত্রী সোনম কাপুর। লন্ডনের রাস্তায় উবারের গাড়িতে উঠে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা হয় এই অভিনেত্রীর।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ ও আনন্দবাজার জানায়, আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় উবারের গাড়িতে ওঠার সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোনম। পরে উবারের পক্ষ থেকে তার কাছে ক্ষমা চাওয়া হয়। দেওয়া হয় বিচারের আশ্বাসও। তবে সোনম উবারকে জানান, এর আগেও অভিযোগ করে কোনো প্রতিকার পাননি তিনি।
টুইট বার্তায় সোনম বলেন, ‘লন্ডনে উবারের গাড়িকে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। প্লিজ, প্লিজ আপনারা সবাই সাবধান থাকবেন। নিরাপদ থাকার জন্য অ্যাপ ক্যাব নয়, লোকাল যানবাহন ব্যবহার করুন।’
পরে টুইট ব্যবহারকারীদের অনুরোধে সোনম আরও খোলাসা করেন বিষয়টি। তিনি বলেন, ‘গাড়ির চালক একেবারেই স্বাভাবিক ছিলেন না। প্রথম থেকেই অকারণে ভীষণ জোরে চিৎকার করছিলেন তিনি। আমি ভয়ে কাঁপছিলাম।’ তবে ওই চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, সে বিষয়ে কিছু বলেননি এই অভিনেত্রী।
উবারের পক্ষ থেকেও ক্ষমা চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। সোনমের ওই টুইটের উত্তরে উবার লেখে, ‘খুব খারাপ লাগছে সোনম। আপনার ব্যক্তিগত ইমেইল আইডি থেকে আমাদের অভিযোগ জানান। যত শিগগির আমরা ব্যবস্থা নেব।’
ঘটনা এখানেই শেষ নয়। সোনম পাল্টা টুইট করে উবার কর্তৃপক্ষকে বলেন, ‘অনেকবার আপনাদের অভিযোগ জানানোর চেষ্টা করেছি। কোনো লাভ হয়নি। প্রতিবার “বট” রিপ্লাই দিয়েছে।’
উবার কর্তৃপক্ষকে সোনম আরও বলেন, ‘যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন আর আপনারা কী করবেন?’
গত বছর থেকেই বিভিন্ন কাজের জন্য মাসে বেশ কিছুদিন লন্ডন যেতে হয়েছে অভিনেত্রীকে। তবে এ ধরনের ঘটনার সম্মুখীন হলেন এই প্রথমবার।