নতুন বছরে সফল স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ১১:৩৬ পূর্বাহ্ণ |
খবর > আন্তর্জাতিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-৩০ এর সফল উৎক্ষেপণ করেছে ভারত। নতুন বছরে প্রথমবার উৎক্ষেপণ করা হলো এটি।
শুক্রবার রাতে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির রকেটে সেই স্যাটেলাইট পাঠানো হয়েছে। হেভি লিফট লঞ্চ ভেইকল অ্যারাইন-৫ (ভিএ ২৫১) এ পাঠানো হয়েছে এ স্যাটেলাইট।
লঞ্চ হওয়ার ৩৮ মিনিট পর কক্ষপথে স্থাপিত হয় ওই স্যাটেলাইট। ৩ হাজার ৩৫৭ কেজির ওই স্যাটেলাইট ইনস্যাট-৪এ স্পেসক্রাফটের পরিবর্তে ব্যবহৃত হবে। ভারতের দ্বীপ সহ বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বাড়াতে কাজ করবে এই স্যাটেলাইট।
এ স্যাটেলাইটের আয়ু ১৫ বছর। গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নতির কাজে এ স্যাটেলাইট বিশেষ কার্যকর হবে বলে জানা গিয়েছে।