এমপি আব্দুল মান্নান লাইফ সাপোর্টে
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ৩:০৪ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
আব্দুল মান্নানের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা বেশি খারাপ হওয়ায় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আব্দুল মান্নানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
আব্দুল মান্নান ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনের তিনি বগুড়া থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।