সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০; সময়: ৪:৫৪ অপরাহ্ণ |
সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগরে সড়ক দূর্ঘটনায় নিহত জাহিদুল ইসলামের পরিবারকে সরকারি সহায়তা হিসাবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাহিদুল ইসলামের মোমেনা খাতুনের নিকট বিশ হাজার টাকার সরকারি এ আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও ইউএনও সুজিৎ দেবনাথ।

এ সময় থানা অফিসার ইনচার্জ(তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা ও সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম গত ৬ জানুয়ারী তার বিয়ে উপলক্ষে আত্বীয় বাড়ীতে দাওয়াত দিতে গিয়ে উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়নের কাচুরীর মোড় নামক স্থান থেকে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে