চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অ্যামফিটামিন যুক্ত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফ নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের এরাদত বিশ্বাসটোলা এলাকার মৃত ভদু মন্ডলের ছেলে মো. শরিফ উদ্দিন (৫৮)।
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সহকারি উপ- পরিদর্শক মো. সোহরাব হোসেন, সিপাই আল আমিন ও সিপাই হাবিবা খাতুন শিবগঞ্জের পুষ্কুনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।