বিষয়কোড অন্তর্ভূক্তি চেয়ে রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগের মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২০; সময়: ৫:৪৪ অপরাহ্ণ |
বিষয়কোড অন্তর্ভূক্তি চেয়ে রাবিতে পপুলেশন সায়েন্স বিভাগের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি: বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) বিষয়কোড অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) পপুলেশন সাইন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনের শুরুতে স্যার জগদীস চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের করে বিশ^বিদ্যালয়ের জোহা চত্বর প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে অবস্থান নেন বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রহুল কুদ্দুসের সঞ্চলনায় তৃতীয়বর্ষের শিক্ষার্থী আমাননুল্লাহ আমান বলেন, আমাদের বিভাগের শিক্ষকরা দীর্ঘদিন যাবত পিএসসি-তে যোগাযোগ করলেও আমাদের এখনো কোনো কোড দেয়া হয় নি। আমাদেরকে অতিসত্তর কোড না দেয়া হলে আমাদের আন্দোলন আরো বেগবান হবে। আমাদের যেন আর ভাইভাবোর্ডে বিব্রতর না হতে হয় এ বিষয়কোডের জন্য।

মাস্টার্সের শিক্ষার্থী লিজা আক্তার বলেন, আমরা আমাদের বিষয় কোড চাই। আমাদের পরিচয় চাই। আমাদের পরিচয় না থাকার কারণে আমরা সবরকম সুবিধা থেকে বঞ্চিত। আমরা যখন অনার্স শেষ করে একটি চাকরীতে আবেদন করতে যাই তখন আমাদের অন্যান্য পছন্দক্রমে পূরণ করে আবেদন করতে হয়। আমরা পিএসসি অধীনস্থ উচ্চ বিদ্যালয়ের নন-ক্যাডার পদগুলোতেও যেতে পারি না। দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ^বিদ্যালয়ে পড়ার পাশাপাশি বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছরেও যদি আমাদের বিষয়ের নির্দিষ্ট কোড না থাকে তাহলে এর চেয়ে আর কিছু কষ্টের হতে পারে না।

বিভাগের মাস্টর্সের শিক্ষার্থী জিমরান সাকিব বলেন, রাবির মতো একটা বিশ^বিদ্যালয়ে আমরা পড়ি, যেখানে ১৯৯৬ সালে একটি বিভাগ প্রতিষ্ঠিত হয়ে আজ দীর্ঘ ২৪ বছরেও বিষয় কোড অন্তর্ভূক্তিতে বারবার ব্যর্থ হয়েছে। আমার পরিসংখ্যান বিভাগের ৫০% এর বেশি পড়ার পরেও ইত্যাদিতে পরিসংখ্যান, সামাজিক বিজ্ঞান, অর্থনীতি প্রভূতি বিষয় উল্লেখ করলেও আমাদের বিষয় কোড না থাকায় আমরা দরখাস্তটা পর্যন্ত করতে পারি না। তিনি বলেন, কঠোর আন্দোলনে যাওয়ার আগে আমাদের আর আশ^াস না দিয়ে আমাদের বিষয় কোড দিয়ে দেন। নতুবা বিষয়কোড না দেয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যহত থাকবে।

এসময় বিশ^বিদ্যালয় প্রশাসন এবং বিভাগ বিষয় কোড না দেয়া পযর্ন্ত একাডেমিক ক্লাস বর্জনের পাশাপাশি দাবি আদায় না হলে আগামীকালো একইভাবে মানববন্ধনে দাড়ানোর ঘোষণা দেয় বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মদিনা খাতুন, ওয়ালিদ, দিলরুবা দিপ্তী, চতুর্থ বর্ষের মাহফুজ হিমেল, আহসান হাবিব আকাশ, দ্বিতীয় বর্ষের আদিব ও আলামিন মুন্না প্রমুখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে