দুই কার ও ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০; সময়: ১২:৩২ অপরাহ্ণ |
দুই কার ও ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল আজ ২০ জানুয়ারি সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুলতানগঞ্জ বাজার এলাকা থেকে ১ হাজার ৩৬৯ বোতল ফেনসিডিল ও ২টি প্রাইভেট কারসহ ৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা শরীয়তপুর জেলার চরগাজীপুর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মোঃ অাব্দুল গনি (৩০), রাজশাহী কাটাখালি চরখিদিপুরের মোঃ রজত আলীর ছেলে মোঃ ইউসুফ ওরফে বাবলু (৩২), পটুয়াখালী জেলার গলাচিপা কলাগাছিয়া এলাকার মো. লাল মিয়ার ছেলে কার চালক মোঃ শামীম হোসেন (২৯) ও কেরানীগঞ্জ নরন্ডী এলাকার মো. মুনসুর আলীর ছেলে মোঃ সোহেল কাজী (২৮)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোনামসজিদ থেকে ২ টি কার ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছে। খবর পাবার পর র‌্যাব চাঁপাই ক্যাম্পের একটি টিম বিশ্বরোড মোড়ে কার দুটিকে থামার সংকেত দিলে দ্রুত গতিতে পালাতে থাকে। র‌্যাবও পাল্টা ধাওয়া করে গোদাগাড়ীতে কারদুটি ধরে ফেলে। পরে কার তল্লাসী করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নগদ ৩১ হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস.এম. জামিল আহমেদ এর নেতৃতে সঙ্গীয় ফোর্স অভিযানটি সম্পন্ন করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে