রাজশাহীতে দুই দফা দাবীতে বাকাসস’র কর্মবিরতি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০; সময়: ১:১৫ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দুই দফা দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) জেলা শাখার কর্মবিরতি অনুষ্ঠিত।
সোমবার বেলা ১১ টার দিকে নগরীর কোর্ট চত্বর জেলা প্রশাসকের মূল ফটকের সামনে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে এ কর্মবিরতির আয়োজন করা হয়।
কর্মবিরতিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান মিজির নেতৃত্বে অংশ নেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম রেজা (বাবু), সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সৈকত সরকার, দপ্তর সম্পাদক মাসুদ করিম, উপদেষ্টা মুন্তাজ আলী প্রমুখ।