পবায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার পুরস্কার বিতরণ
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এ মেলা শেষে সমাপনি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে মেলার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান।
উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, নওহাটা পৌর প্যানেল মেয়র আজিজুল হক, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী প্রমুখ।