সিংড়া উপজেলা ছাত্রলীগ সেক্রেটারির পদত্যাগ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
সিংড়া উপজেলা ছাত্রলীগ সেক্রেটারির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক বকুল দল থেকে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার পদত্যাগের ঘোষনা দিয়ে তাকে অব্যাহতি প্রদানের জন্য ছাত্রলীগ জেলা কমিটির কাছে দলীয় প্যাডে একটি লিখিত আবেদন পত্র প্রেরন করেছেন।

ওই পত্রে তিনি উল্লেখ করেছেন, ২০১৬ সালের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তিনি সিংড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। একই সাথে তিনি জেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবেও দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। কিন্তু বর্তমানে দায়িত্ব পালনে ব্যক্তিগত অপারগতা এবং পারিবারিক সমস্যার কারনে সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেননা। এজন্য তিনি তাকে দায়িত্ব থেকে অব্যহতির জন্য অনুরোধ করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ বলেন,কারো ওপর অভিমান করে হয়ত সে এই ঘোষনা দিয়েছে। রাগ বা অভিমান কমলে সব ঠিক হয়ে যাবে। বিষয়টি নিয়ে নেতৃবৃন্দ তার সাথে বসে কথা বলবে।

জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস বলেন,তার ওই পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি। সে এখনও তার স্বপদে বহাল রয়েছেন। আগামী সম্মেলন পর্যন্ত তার স্বপদেই থাকবেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে