নন্দীগ্রামে পানি দিয়ে সরিষাক্ষেত নষ্ট
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০; সময়: ৬:৫৩ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে কৃষকের সরিষাক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরধরে কৃষকের সরিষাক্ষেতে পানি দিয়ে নষ্ট করে দেয় তার প্রতিপক্ষরা।
থানার অভিযোগের সূত্রে জানা যায়, উপজেলার বুড়ইল ইউনিয়নের চকরত্নেশ্বর গ্রামের আলমাস আলীর সরিষাক্ষেতে ২৪ শে জানুয়ারি রাতে প্রতিপক্ষ রজিব উদ্দিন, আরিফুল ইসলাম, আইয়ুব আলী ও আশরাফুল ইসলাম গুণবাড়ি মৌজার ১ একর ৩ শতক পরিমাণের জমিতে পানি দিয়ে নষ্ট করে দেয়। এতে তাদের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে।
এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছে আলমাস আলী। এ বিষয়ে জানতে চাইলে এসআই জিন্নুর রহমান বলেন, সরিষাক্ষেত পানি দিয়ে নষ্টের বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।