রাবি প্রশাসনের সঙ্গে রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে এই সাক্ষাতপর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বর্তমান প্রশাসন অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। শিষক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ ও সংকট নিয়ে প্রশাসন অবগত আছে ও ক্রমান্বয়ে তা সমাধানে কাজ কওে যাচ্ছে। সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা ও যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরবে এটাই প্রত্যাশা থাকবে।
বিশ^বিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, পেশাগত সূত্রেই সাংবাদিকদের সাথে এক হয়ে কাজ করতে হয়। এ কারণে আমি নিজেকে এই পরিবারেরই একটি অংশ মনে করি। ভবিষ্যতেও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে সাংবাদিকদের সাথে কাজ করে যাবো।
এছাড়াও সংগঠনটি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর সাথে সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে সংগঠনের সদস্যবৃন্দ ক্যাম্পাসের উন্নয়ন ও সমস্যা এবং ক্যাম্পাস সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশাসনকে অবগত করেন। এসময় রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।