নওগাঁয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম হেলাল ফৌজদার ওরফে রাসেল (৪৫)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকপারগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল ফৌজদার ওই গ্রামের মৃত আলহাজ মজিবর ফৌজদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে হেলাল বাড়িতে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেন। হেলাল ফৌজদার বালু ব্যবসায়ী। বালুমহাল কেন্দ্র করেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান স্বজনরা।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।