পোরশায় ৪৫০টি আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ১:২০ অপরাহ্ণ |
পোরশায় ৪৫০টি আম গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় এক ব্যাক্তির আম্রপালী আম বাগানের গাছ কেটে সাবাড় করে দিয়েছে দর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার জালুয়া গ্রামের মৃত কিফাতুল্লার ছেলে জালাল উদ্দিনের জালুয়া মৌজার চার বছর বয়সের ১০০টি আমগাছ ও সুতরইল মৌজার সদ্য লাগানো ৪৫০টি আম গাছ কে বা কাহারা কেটে ফেলেছে।

গাছের মালিক জালাল উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে গাছগুলি কেটে ফেলতে পারে বলে তিনি মনে করছেন। তবে এব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গাছ কেটে ফেলা একটি দুঃখজনক ঘটনা। এব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে