বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়: রাবি উপাচার্য

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৫:৪৩ অপরাহ্ণ |
বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়: রাবি উপাচার্য

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) উপাচার্য এম আব্দুস সোবহান বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, অপ্রতিরোধ্য গতিতে সর্বস্তরে উন্নয়নকর্ম এগিয়ে চলেছে। এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূর্ণ হয়ে সৌন্দর্য চাহিদা বাড়ছে। সেই ধারাবাহিকতায় এই বিশ^বিদ্যালয়েও উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এই কার্যক্রম অন্তঃসারশূন্য নয়। শিক্ষার্থীরা যেন বিশ^বিদ্যালয়ে মননশীল শিক্ষার পরিবেশ পায়, সে জন্য এই প্রশাসন কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন তিনি। এদিন দুপুর ২টায় বিশ^বিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের দফতরে এই সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

সাক্ষাতপর্বে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা প্রত্যাশা, তারা বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে প্রকৃত সত্যটি দেশবাসীর কাছে তুলে ধরবে। বিশ^বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন সত্য তথ্য তুলে ধরে সাংবাদিকরা তাদের নৈতিক দায়িত্ব পালন করবে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এবং সংগঠনটির নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ১০টায় উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ করে রাবি রিপোর্টার্স ইউনিটি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে