ধর্ষণের পর গোপনাঙ্গে রড, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ৫:৫৩ অপরাহ্ণ |
ধর্ষণের পর গোপনাঙ্গে রড, অভিযুক্ত গ্রেপ্তার

পদ্মাটাইমস ডেস্ক : ধর্ষণের পর ১৯ বছর বয়সী তরুণীর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, গত ২১ জানুয়ারি ঘটনাটি ঘটেছে। ৫২ বছর বয়সী ইয়োগিলা রাহান্দালেকে এরই মধ্যে পুলিশ গোন্দিয়া জেলা থেকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত ব্যক্তি একটি স্পিনিং মিলের সুপারভাইজার হিসেবে কর্মরত। নির্যাতিতা ওই ব্যক্তির অধীনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

২০১২ সালে দিল্লির রাজপথে ধর্ষ’ণের ঘটনায় কেঁপে উঠেছিল ভারত। নির্যাতিতা তরুণীর সুস্থতা প্রার্থনা এবং দোষীদের শাস্তির বিরুদ্ধে একত্রে গলা মিলিয়েছিল সাধারণ জনতা।

বর্তমানে কেন নারীদের ওপর এ ধরনের নির্যা’তন ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। অনেকেই ভেবেছিলেন, হয়তো পরিস্থিতির বদল ঘটবে। কিন্তু পুনরায় এ ধরনের ঘটনা সামনে আসছে।

জানা গেছে, নির্যা’তিতা তরুণী এবং তার ভাই পারদি এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। পারদি পুলিশ ষ্টেশনের ইন্সপেক্টর সুনীল ছাভান জানান, ঘটনার দিন ওই তরুণীর ভাই এবং তার এক বন্ধু কাজে বেরিয়েছিলেন। একা থাকার সুযোগ নিয়ে রাহান্দালে ওই নারীকে ধ’র্ষণ করার চেষ্টা করেছিল।

কিন্তু বাধা দেওয়ায় ওই নারীর মুখে কাপড় চেপে ধরে আটকানোর চেষ্টা করেছিলেন। অজ্ঞান হয়ে যাওয়ার পরে অভিযুক্ত ব্যক্তি তাকে ধ’র্ষণ করে এবং তার বি’শেষাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে