রাজশাহী রেঞ্জে ভালো কাজের স্বীকৃতি পেলেন ৭ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০; সময়: ১১:০৩ অপরাহ্ণ |
রাজশাহী রেঞ্জে ভালো কাজের স্বীকৃতি পেলেন ৭ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) একেএম হাফিজ আক্তার।

সভায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, সর্বোচ্চ পরোয়ানা তামিল এবং সাফল্যের সাথে গুরুত্বপূর্ণ মামলা তদন্তের জন্য সাতজন কর্মকর্তাকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। এ সময় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান জোরদার করণে থানার ওসিদের গৃহীত পদক্ষেপসমূহ সার্বিকভাবে তদারকির জন্য পুলিশ সুপারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি। তিনি ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে জনসাধারণকে প্রত্যাশিত সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদসহ রেঞ্জের জেলা ও ইউনিটসমূহের পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে