পবার বড়গাছী কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২০; সময়: ৪:৩৬ অপরাহ্ণ |
পবার বড়গাছী কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবার বড়গাছী কুঠিপাড়া উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ, পরীক্ষার্থী বিদায়, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এসব অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ’র সদস্য এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফছার আলী।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দ কুমার পাল। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে শিক্ষার্থীবৃন্দ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে