আযহার আলী আনোয়ার শাহর জানাজায় ৫ লাখ মানুষ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০; সময়: ৭:০৩ অপরাহ্ণ |
আযহার আলী আনোয়ার শাহর জানাজায় ৫ লাখ মানুষ

পদ্মাটাইমস ডেস্ক : দেশের প্রখ্যাত আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র নামাজে জানাজা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ জোহর ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন, মরহুম আনোয়ার শাহ’র ছোট ছেলে আনজার শাহ তানিন।

প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

ধর্মীয় নেতা আনোয়ার শাহর জানাজায় অংশ নিতে সকাল থেকে হাজার হাজার মানুষ শোলাকিয়া মাঠের দিকে আসতে থাকেন। দুপুর নাগাদ বিশাল শোলাকিয়া ময়দান কানায় কানায় ভরে যায়। মাঠের বাইরে রাস্তায় ও পেছনের মাঠে দাড়িয়ে নামাজ পড়েন অসংখ্য মানুষ। প্রায় ৫ লাখ মানুষ জানাজার নামাজে অংশ নেন।

পরে শোলাকিয়া নূরানী বাগে জান্নাত গোরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার বিকেল ৫টার দিকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে