সুজানগরে নতুন আঙ্গিকে লোটোর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর পৌর শহরের প্রাণকেন্দ্রের রাজা বাদশা কমপ্লেক্সে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো লোটো। শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন লোটো এ শো-রুমের উদ্বোধন করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।
এ সময় পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল, পৌর ওয়ার্ড কাউন্সিলর মনসুর আলী মন্টু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মকছেদ আলী, মনিরুজ্জামান তোতা, রেজাউল করিম, বিল্লাল হোসেন, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সুজানগর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এলাকা পরিচালক আবু বক্কার, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার বাবু, রাজা বাদশা কমপ্লেক্সের মালিক বাদশা, ব্যবসায়ী মোজ্জাম্মেল হক, সিরাজুল ইসলাম, আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, রুবেল হাসান, উক্ত লোটো শো-রুমের কর্ণধার রাকিবুল হাসান (জাদু), দৈনিক সিনসার সুজানগর প্রতিনিধি শরিফুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সুজানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। লোটো শো-রুমের কর্ণধার রাকিবুল হাসান (জাদু) জানান সুজানগরের এই লোটো শো-রুম থেকে মানুষ তারা তাদের পছন্দের জুতা, সেন্ডল, ট্রি-শার্ট, বেল্ট সহ অনান্য প্রয়োজনীয় সামগ্রী সুলভ মুল্যে ক্রয় করতে পারবে বলে আমি আশা রাখি।