মান্দার মডেল লাইভস্টক ভিলেজ ললিতপুর
নিজস্ব প্রতিবেদক, মান্দা : গ্রামের নাম ললিতপুর। এটি নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে অবস্থিত। এ গ্রামের প্রত্যেকটি পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে সম্পৃক্ত। ইতোমধ্যে গ্রামটি পরিচিতি পেয়েছে ‘মডেল লাইভস্টক ভিলেজ’ হিসেবে। মুজিব বর্ষ উপলক্ষে ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’ এর গৃহিত কর্মসূচির আওতায় গতকাল রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ উপলক্ষে গ্রামের একটি আমবাগানে আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অভিমান্য চন্দ্র, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শায়লা শারমিন, ডা, আব্দুল্লাহ আল মবিন, ডা. মেরাজ হোসেন মিজবাহ, ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র জানান, ললিতপুর গ্রামে ৯২ পরিবারের বসবাস। প্রত্যেকটি পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের সঙ্গে সম্পৃক্ত। এ গ্রামে রয়েছে ৯টি দুগ্ধ খামার ও ১৩টি গরু হৃষ্ট-পুষ্টকরণ খামার। রয়েছে ২০টি ছাগলের খামার। এছাড়া ২টি বায়োগ্যাস প্লান্ট, ৪টি উন্নতজাতের ঘাসের প্লট ও ৪টি ভার্মি কম্পোস্ট প্লট রয়েছে।
প্রাণিসম্পদ কর্মকর্তা আরও বলেন, এ গ্রামের দুগ্ধ খামারে প্রতিদিন ২০৮ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। যা এলাকার চাহিদা মিটিয়ে বিপনন হচ্ছে অন্তত: ১৬৮ লিটার। এছাড়া ৫ শতাধিক হাঁস-মুরগির ডিম ও ছাগলসহ অন্যান্য মাংস এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিপনন করা হচ্ছে। প্রাণিজাত এসব পণ্য বিপননে মার্কেট লিংকেজ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।
গ্রামের দুগ্ধ খামারি শ্যামল চন্দ্র মন্ডল জানান, ‘আমার খামারে ৮টি দুধ দেয়ার গাভী রয়েছে। এসব গাভী থেকে প্রতিদিন গড়ে ৪০ লিটার দুধ পাচ্ছি। যা বিক্রি হচ্ছে ১৩শ থেকে ১৪শ টাকা। এ টাকায় পরিবার চাহিদা মিটিয়ে বাড়তি আয় করছি। সংসারে এখন আর অভাব নেই। পরিবারের সদস্যদের নিয়ে অনেক স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করছি।’