নিয়ামতপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২০; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে নিরাপদ খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নিরাপদ খাদ্য দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। র‌্যালিটি উপজেলা গেইট থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নিরাপদ খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ সবাই মিলে হাত মিলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই”। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন আমিনুর কবির, উপজেলা কৃষি অফিসার আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান।
সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, উপজেলা স্যানিটারী ইন্সট্রাক্টর মামুনুর রশীদ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে