রাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম
জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজদ্দীন আহমদ সিনেট ভবনে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাশিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একযোগে কাজ করে যাচ্ছে যাতে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা সাধনের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন সম্ভব হয়। উচ্চশিক্ষার মান উন্নয়নে তথ্য ব্যবস্থাপনা ও কমিউনিকেশনের উপরও তিনি জোর দেন। শিক্ষার এই গুণগত মান উন্নয়নের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসসি’র পরিচালক অধ্যাপক আবু বকর মো. ইসমাইলের সভাপতিত্বে এই সিম্পোজিয়ামে কি-নোট পেপার উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ড. ডেভিড মোল্ড। আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পাণ্ডের সঞ্চালনায় সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং সম্মানিত অতিথি ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামিম ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, আইকিউএসসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক জাহানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।