নওগাঁয় শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০; সময়: ২:০৮ অপরাহ্ণ |
খবর > শিক্ষাঙ্গন
নিজস্ব প্রতিবেদক, নওগা : নওগাঁয় সুষ্ঠ, শান্তিপূর্ন ও নকলমুক্ত পরিবেশে এস,এস, সি ও সমমানের প্রথম দিনের মত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় এস,এস,সি ও সমমানের পরীক্ষায় ৭২টি কেন্দ্রে ৩৩ হাজার ৭১৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে। এর মধ্যে এস,এস,সি ২৫ হাজার ১৪জন, দাখিল ৬ হাজার ৪৯৮জন ও ভকেশনাল ২ হাজার ২০৩জন। জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদ নওগাঁ জিলা স্কুল ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন।
এসময় জেলা প্রশাসক জানান, এবারের এস এস সি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন পত্র ফাস রোধে সরকার কঠিন অবস্থানে আছে। পরিক্ষাকে কে কেন্দ্র করে কেউ কোন রকমের গুজব ছড়াতে না পারে প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারিতে রয়েছে। তবে প্রথমদিনের পরীক্ষায় নওগাইয় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান জেলা প্রশাসক।