নিয়ামতপুরে এসএসসি, দাখিল ও কারিগরীতে ২ হাজার ৫শ ৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০; সময়: ২:২০ অপরাহ্ণ |
নিয়ামতপুরে এসএসসি, দাখিল ও কারিগরীতে ২ হাজার ৫শ ৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে একযোগে মাধ্যমিক স্তরের পাবলিক পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। এবারে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৫শ ৯৫ জন। উপজেলায় মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিয়ামতপুর উপজেলায় এসএসসিতে ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৯শ ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। কেন্দ্র-এ নিয়ামতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫শ ০৪ জন, এর মধ্যে ছাত্র ২শ ৫০ জন এবং ছাত্রী ২শ ৫৪ জন, কেন্দ্র-বি নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩শ ৯৮ জন, এর মধ্যে ছাত্র ২শ ১৫ জন, ছাত্রী ১শ ৮৩ জন, কেন্দ্র-সি বামইন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪শ ২১ জন, এর মধ্যে ছাত্র ২শ ১৭জন, ছাত্রী ২শ ০৪ জন, কেন্দ্র ডি গাংগোর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫শ ৮৭জন, এর মধ্যে ছাত্র ২শ ৯৮ জন, ছাত্রী ২শ ৮৯ জন। দাখিল পরীক্ষা কেন্দ্র ১টি নিয়ামতপুর আলিম মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৫শ ৮৯জন, এর মধ্যে ছাত্র ২শ ১২ জন, ছাত্রী ২শ ১৬জন। এছাড়া ভোকেশনাল শাখায় মোট পরীক্ষার্থী ৯৬জন, এর মধ্যে ছাত্র ৬৯ জন, ছাত্রী ২৭ জন। প্রথম দিন বাংলা ১ম পত্র এসএসসিতে ১৩জন, দাখিল ১৮জন এবং কারিগরীতে ৩জন অনুপস্থিত রয়েছে।

উপজেলার প্রত্যেক কেন্দ্র ঘুরে এবং প্রত্যেক কেন্দ্র সচিব কেন্দ্র-এ জাহাঙ্গীর কবির বাদল, কেন্দ্র-বি ঝর্না বেগম, কেন্দ্র-সি আঃ মালেক, দাখিল- তবিবর রহমান ও ভোকেশনাল- আঃ জলিল বলেন, পরীক্ষার প্রথম দিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারআব্দুস সালাম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে