রাবির মাস্টাররোল কর্মচারীদের আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২০; সময়: ৬:১৬ অপরাহ্ণ |
রাবির মাস্টাররোল কর্মচারীদের আন্দোলন অব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি : চাকরী স্থায়ীকরণের দাবিতে পঞ্চম দিনের মত আন্দোলন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) কর্মরত মাস্টাররোল কর্মচারীরা। গত ২৭ জানুয়ারী থেকে চাকরী স্থায়ীকরণের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা।

মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান বলেন, আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মত এক ঘণ্টার শীতল কর্মসূচি চলছে। প্রশাসন আমাদের দাবি আদায়ের যে আশ্বাস দিয়েছে তার যদি সুস্পষ্ট নির্দেশনা না দেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো। আগামী বুধবার শীতল কর্মসূচি শেষ হলে বৃহস্পতিবার আমরা রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করব।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মাস্টারোল কর্মচারী ঐক্য পরিষদ। বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবীরের আশ^াসে সেদিনের আন্দোলন স্থগিত করেন তারা। পরের দিন সোমবার (২৭ জানুয়ারি) বিশ^বিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে ব্যান্যার লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেদিনের কর্মসূচি থেকে টানা ৭ দিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেন তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে