বিদেশে নেয়া যাবে ১০ হাজার ডলার
পদ্মাটাইমস ডেস্ক : বিদেশ যাওয়া-আসার সময় এখন থেকে ঘোষণা ছাড়াই যে কেউ ১০ হাজার ডলার নিয়ে যেতে পারবেন। একইভাবে বিদেশ থেকে আসার সময়েও ১০ হাজার ডলার নিয়ে আসতে পারবেন। এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা এনডোর্সমেন্ট করতে হবে না।
আগে বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে এই সীমা ছিল ৫ হাজার ডলার পর্যন্ত। বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করে সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করেছে।
ব্যাংক সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক দিন দিন বাড়ছে। বাংলাদেশিরা বিভিন্ন দেশে সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে এ সুবিধা মূলত যারা বিদেশ থেকে ডলার নিয়ে আসে, তাদের জন্যই। যদিও এর অপব্যবহারেরও সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের যেকোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্টে প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়।