বঙ্গবন্ধু মিডিয়া কাপ ব্যান্ডমিন্টন টুর্নামেন্টের সমাপনী
নিজস্ব প্রতিবেদক, রাবি : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্টিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এর আয়োজন করে।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের তিনটি সাংবাদিক সংগঠনের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয়েছেন রাবি রিপোর্টার্স ইউনিটির দল ‘রুরু ওয়ারিয়র্স’ এবং রানার্স আপ রাবি সাংবাদিক সমিতির দল ‘ধানমন্ডি-৩২’।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন একটি টুর্নামেন্টের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করছি।
সমাপনী অনুষ্ঠানে রাবিসাসের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, রাবি সাংবাদিক সমিতির উপদেষ্টা সুজন আলী, রিপোর্টার্স ইউনিটির মর্তুজা নুর ও রাবিসাসের সহ-সভাপতি রেদুয়ানুল হক বিজয়।