রাবি চিকিৎসা কেন্দ্রে বেড়েছে রোগী ও সেবার মান
মুরাদুল ইসলাম সনেট : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রে বেড়েছে চিকিৎসা সেবা। এতে মানসম্মত চিকিৎসা নিতে আগ্রহ বেড়েছে শিক্ষার্থীদের। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্না চিকিৎসক হিসেবে যোগদানের পর এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তারা।
রাবির একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, এক সময় রাবি চিকিৎসা কেন্দ্র সেবার দিক দিয়ে নাজুক অবস্থায় পড়েছিল। সেখানে চিকিৎসা সেবা নিতে শিক্ষার্থীদের তেমন আগ্রহ ছিল না। এক মাত্র চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবার মান নিয়ে ছিল বিভিন্ন অভিযোগ। চিকিৎসা সেবা নিতে তেমন যেতেন না শিক্ষার্থীরা। বেশির ভাগ শিক্ষার্থীরা ছুটতেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
রাবির মনিরুল ইসলাম নামের এক ছাত্রের সাথে কথা হলে তিনি জানান, বেশ কিছু দিন আগে রাজশাহী বিশ^বিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ব্যহাল অবস্থা ছিল। চিকিৎসা সেবার মান ছিল খুব বাজে অবস্থায়। এ জন্য বেশির ভাগ সময় চিকিৎসা কেন্দ্রে যেতে চাইতেন না ছাত্র-ছাত্রীরা। রাবির চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা না পাওয়ার শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে ক্ষোভ রয়েছে রাবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদেরও। যা নিয়ে একাধিক বার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এর পরও বিষয়টি নজরে আসেনি।
সম্প্রতি উত্তর বঙ্গের বৃহৎ এই বিদ্যাপিঠের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক হিসেবে যোগদান করেন ছাত্রলীগের কেন্দীয় কমিটির সাবেক সহ-সভাপতি অনিকা ফারিহা জামান অর্না। তিনি যোগদানের পর পাল্টে যায় চিকিৎসার সেবার মান। এতে চিকিৎসা নিতে আগ্রহ বাড়েছে শিক্ষার্থীদের। অনিকা ফারিহা জামান অর্না জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের নাতনি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কন্যা
রাবি শিক্ষার্থী সাইফুল ইসরাম বলেন, অনিকা ফারিহা জামান অর্না রাবি চিকিৎসা কেন্দ্রে যোগদানের পর চিকিৎসা সেবার মান বেড়েছে। এখন ছাত্র-ছাত্রী চিকিৎসা সেবা নিতে আগ্রহী হয়ে রাবি চিকিৎসা কেন্দ্রে যায়। কারণ তারা গিয়ে চিকিৎসককে পায়। নতুন যোগদান করা চিকিৎসক অর্না চিকিৎসা নিতে যাওয়া শিক্ষার্থীদের কথা শুনেন এবং চিকিৎসা দেন।