করোনা আক্রান্ত দম্পতির অবস্থার উন্নতি

প্রকাশিত: মার্চ ৯, ২০২০; সময়: ৯:৪৯ অপরাহ্ণ |
করোনা আক্রান্ত দম্পতির অবস্থার উন্নতি

পদ্মাটাইমস ডেস্ক : দেশে প্রথম কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের দম্পতির শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ। তবে করোনা সন্দেহে নারায়ণগঞ্জের আরো পাঁচজনকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পেলে তারা ফিরে যাবেন।

সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ বলেন, যে পাঁচজন কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রয়েছেন তাদের নাম পরিচয় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যাতে কোনোভাবে আতঙ্ক না ছড়ায় সেজন্য এই গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। তবে নারায়ণগঞ্জের বাসিন্দাদের মধ্যে ঢাকায় কতজন কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রয়েছেন, সেটি আমার জানা নেই। শুধু স্থানীয় পর্যায়ের হিসাবটা আমার কাছে রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (০৯ মার্চ) নারায়ণগঞ্জে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

তিনি আরো জানান, করোনা আক্রান্ত কিংবা সন্দেহ জনক ব্যক্তিদের শনাক্ত করতে শহরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত জুডিসিয়াল ভবনের তৃতীয় ও চতুর্থ তলার দুটি ফ্লোর নিয়ে পঞ্চাশ শয্যাবিশিষ্ট কোয়ারেন্টাইন পর্যবেক্ষণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এখান থেকে সন্দেভাজন রোগীদের রেখে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

তিনি বলেন, কারো মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ দেখা গেলে তাকে হাসপাতালের আইসোলেশন বেডে রাখা হবে। আর সন্দেহজনক কাউকে পাওয়া গেলে তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। এজন্য একটি সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে