করোনা আক্রান্ত ৬৪ হাজার সুস্থ

প্রকাশিত: মার্চ ১০, ২০২০; সময়: ১১:১১ পূর্বাহ্ণ |
করোনা আক্রান্ত ৬৪ হাজার সুস্থ

পদ্মাটাইমস ডেস্ক : করোনায় আক্রান্তদের মধ্যে ৬৪ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংখ্যায় সবচেয়ে বেশি আক্রান্তের দেশ চীনে সুস্থ হয়ে উঠেছেন ৭০ শতাংশ মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণকারী সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান প্রকাশকারী সংস্থা ওয়ার্ডমিটারে সর্বশেষ হালনাগাদ তথ্য জানাচ্ছে, এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ৪২২ জন মানুষের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৮১ জন। বর্তমানে ৪৬ হাজার ৩১৪ জন চিকিৎসাধীন। চিকিৎসাধীনদের মধ্যে ৫ হাজার ৭৭১ জনের অবস্থা শঙ্কটাপন্ন। আর ৪০ হাজার ৫৪৩ জনের অবস্থা স্থিতিশীল।

এদিকে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস আধানম গেব্রেইয়েসুস জেনেভায় সংস্থাটির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, ভাইরাসটি ইতোমধ্যে অনেক দেশেই পা রেখেছে। এটি প্যানডেমিকে (মহামারির চেয়ে বড় সঙ্কট) পরিণত হওয়ার হুমকি এখন সত্য হতে চলেছে।

তিনি বলেন, অল্প কিছু দেশ সম্প্রদায়ভিত্তিক সংক্রমণ আটকাতে সক্ষম হয়েছে। তবে এ নিয়ে বিশ্ব নেতাদের এখনই হাল ছেড়ে দেয়ার দরকার নেই। চীনে ৮০ হাজারের বেশি করোনা রোগীর ৭০ শতাংশই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। দেশটিতে মহামারি প্রায় শেষের পথে বলেও মন্তব্য করেন ডব্লিউএইচওর মহাপরিচালক।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে