ভালোবাসা নাকি ভালো লাগা

প্রকাশিত: মার্চ ১২, ২০২০; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
ভালোবাসা নাকি ভালো লাগা

পদ্মাটাইমস ডেস্ক :  চোখাচোখি হলেই হার্টবিট বেড়ে যায়। অবসরে থাকলে একটু পরে পরেই তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে ঘুরে আসা৷ আর কয়েকদিন দেখা না হলেই মনখারাপ৷ আবার একটা প্রেমে পড়েছেন আপনি!

তবে ভেবে দেখুন, অতীতে ক’জনকে দেখে একইরকম অনুভূতি হয়েছিল আপনার এবং পরে কেটেও গেছিল৷ তাই ভালোবাসা বলার আগে নিজে যাচাই করে দেখে নিন, এবারেরটা সত্যিই ভালোবাসা, নাকি শুধু ভালো লাগা৷

সত্যিই কি তাঁর কথা ভাবেন?
কখন ভাবেন বলুন তো? যখন হাতে কোনও কাজ নেই, বসে বসে বোর হচ্ছেন, সেই সময়? নাকি ছোটখাটো ব্যাপারেও মনে পড়ে তাঁর কথা? যদি প্রথমটা হয়, তা হলে নিশ্চিন্ত থাকুন, আপনি প্রেমে পড়েননি৷

আপনার ফোন কী বলে?
মাঝেমাঝেই কি ডেটিং অ্যাপগুলোয় চক্কর কেটে আসেন একবার? দেখে নেন এক একটা প্রোফাইল? ব্যস, বোঝা হয়ে গেছে! চান্স পেলেই এর চেয়ে ভাল কারওকে বেছে নেবেন আপনি৷

আপনাদের মিল কতটা?
আদৌ আছে? নাকি উনি উত্তর বললে আপনি দক্ষিণ বাছেন? সেরকম হলে কিন্তু আপনার ব্যাপারটা শুধু টাইমপাস! সে ক্ষেত্রে এত সিরিয়াস হওয়ার কিছু নেই৷

বদল চান?
মানুষটাকে পছন্দ কিন্তু তাঁর আচার আচরণ কি আপনার তেমন ভালো লাগে না? সারাক্ষণ পালটাতে চান? ছেড়ে দিন, আর এগোবেন না৷ কারণ আখেরে এ সম্পর্কটা বেশি দিন টিকবে না৷

প্রাক্তনের কথা ভাবেন?
তাঁর সঙ্গে নিজেকে কল্পনা করতে মন্দ লাগে না, কিন্তু তা সত্ত্বেও কি মাঝেমাঝেই মনের মধ্যে উঁকি মেরে যান আপনার প্রাক্তন? এর অর্থ, নতুন সম্পর্ক শুরু করতে আপনি এখনও প্রস্তুত নন৷ তাড়াহুড়ো করবেন না৷ ভালো করে নিজের মন বুঝে তবেই এগোন নতুন সম্পর্কে৷

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে