দেশে করোনা আক্রান্ত বেড়ে ৮

প্রকাশিত: মার্চ ১৬, ২০২০; সময়: ১:০৩ অপরাহ্ণ |
দেশে করোনা আক্রান্ত বেড়ে ৮

পদ্মাটাইমস ডেস্ক : দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে আটজনের দাঁড়িয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোর।

তিনি বলেন, গত ৮ মার্চ বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে দুজন ইতালি ফেরত প্রবাসী ছিলেন। বাকি একজন ছিলেন ওই আক্রান্তদের একজনের স্ত্রী। আক্রান্ত তিন ব্যক্তিই সুস্থ হয়েছেন। এছাড়া শনিবার আরও দুইজন করোনা আক্রান্ত সনাক্ত হয়। তারা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, করোনাভাইরাস মোকাবেলায় মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (১৬ মার্চ) বিকালে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আমরাও বন্ধ ঘোষণা করবো। বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে।’

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে