করোনা আক্রান্ত গুজবে বিনা চিকিৎসায় ছাত্রীর মৃত্যু
পদ্মাটাইমস ডেস্ক : বিদেশ থেকে আসা করোনাভাইরাস আক্রান্ত রোগী এমন গুজব ছড়ানোর পর বিনা চিকিৎসায় এক তরুণী মারা যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা আমিন নামে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মেডিকেল কর্তৃপক্ষ কোনো বক্তব্য না দিলেও, চিকিৎসক বলছেন, গুরুতর অবস্থায় ভর্তি হয়েছিলেন নাজমা।
কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনির্ভাসিটি অব রেজিন। হাতেগেনা অল্প কজন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশেনা করে এখানে। বিশ্ববিদ্যালয়টির স্নাতক শিক্ষার্থী নাজমা আমিন এ মাসের ৯ তারিখ দেশে আসেন। পেটে ব্যথার কারণে ১৩ মার্চ মোহাম্মদপুরের একটি হাসপাতালে নেয়া হয় নাজমাকে। কিন্তু আইসিইউ না থাকায় পরবর্তীতে ওই দিন গভীর রাতে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির পর স্যালাইন, অক্সিজেন ও ওষুধ দেয়ার পর কিছুটা সুস্থ বোধ করে সে।
১৪ মার্চ সকালে নতুন শিফটে আসা নার্সদের একজন নাজমার বিষয়ে জানতে চাইলে, সে কানাডা থেকে এসেছে শুনেই করোনা আতংকে হুলুস্থুল পড়ে যায় ওয়ার্ডে। কর্তব্যরত ডাক্তার ও নার্স কেউই আর কাছে আসেননি নাজমা মৃত্যু কোলে ঢলে পড়ার আগ পর্যন্ত।
পরীক্ষায় জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না নাজমা আমিন। যদিও অযাচিত আতঙ্ক আর অবহেলায় তার মৃত্যু হয়েছে, এমন অভিযোগ মানতে নারাজ তদারককারী চিকিৎসক। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের।