২২ ভাড়াটিয়ার ভাড়া মাফ, খাবারও দিলেন মালিক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২০; সময়: ৩:৪৫ পূর্বাহ্ণ |
২২ ভাড়াটিয়ার ভাড়া মাফ, খাবারও দিলেন মালিক

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জে ২২ ভাড়াটে পরিবারের বাড়ি ভাড়া ও আনুসাঙ্গিক বিল মওকুফ করে দিয়েছেন বাড়ির মালিক। সেই সাথে ভাড়াটিয়াদের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ২৮ মার্চ, শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বারৈভোগ এলাকায় ড্রিম হাউস নামে একটি দোতলা বাড়ি এবং ভুইগড় এলাকায় অস্থায়ী নিবাস নামে আরেকটি তিনতলা বাড়ির মালিক শান্তা ইসলাম।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সবসময় ভবনের ভাড়াটেদের খোঁজখবর রাখেন তিনি। এপ্রিল মাসের ভাড়া, বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল মওকুফ করে দেয়ার ঘোষণা দেন শান্তা। একইসঙ্গে তাদের চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও স্যানিটাইজার সামগ্রীও বিতরণ করেন তিনি। দেশের অন্য বাড়ির মালিকদের দুর্যোগপূর্ণ এসময়ে ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শান্তা ইসলাম।

বাড়ির মালিক শান্তা ইসলাম বলেন, তারা যেন সবাই নিরাপদে ঘরে থাকে তাই এসব ব্যবস্থা করে দিয়েছি। তারা যেন করোনার জন্য বাইরে বের না হয়। দু’টি বাড়িতে ২২টি পরিবার ভাড়া থাকছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে