নিয়ামতপুরে গম ক্রয় কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত: মে ৯, ২০২০; সময়: ৫:৪০ pm |
নিয়ামতপুরে গম ক্রয় কর্মসূচী উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সরকারী ভাবে গম ক্রয় কর্মসূচী উদ্বোধন করা হয়। আজ শনিবার বেলা ২টায় উপজেলার সদর খাদ্য গুদামে ৩নং ভাবিচা, ৪নং নিয়ামতপুর, ৬নং পাড়ইল, ৭নং শ্রীমন্তপুর ও ৮নং বাহাদুরপুর ইউপির জন্য এ গম ক্রয় উদ্বোধন করেন এবং একই সাথে শিবপুর খাদ্য গুদামেরও গম ক্রয়ের উদ্বোধন করা হয়।

শিবপুর খাদ্যগুদামে ১নং হাজিনগর, ২নং চন্দননগর ও ৫নং রসুলপুর ইউনিয়নের গম ক্রয় করা হবে। গম ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফরিদ আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল কবির, নিয়ামতপুর এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজ আল আসাদ।

এবারে নিয়ামতপুর উপজেলায় ৮০৪ মেঃটন গম ক্রয় করা হবে। প্রতি কেজি ২৮ টাকা দরে এ গম ক্রয় করা হবে। এর মধ্যে নিয়ামতপুর সদর খাদ্য গুদামে ভাবিচা, নিয়ামতপুর, পাড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩শ ৫৭ মেঃটন এবং শিবপুর খাদ্য গুদামে হাজিনগর, চন্দননগর ও রসুলপুর ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারীভাবে ৪শ’ ৪৭ মেঃটন গ্রম ক্রয় করবেন।

হাজিনগর ইউনিয়নে ২শ ৩ মেঃ টন, চন্দননগর ইউনিয়নে ২৮ মেঃটন, ভাবিচা ইউনিয়নে ৬৫ মেঃটন, নিয়ামতপুর সদর ইউনিয়নে ৯৮ মেঃটন, রসুলপুর ইউনিয়নে ২শ ১৬ মেঃটন, পাড়ইল ইউনিয়নে ১শ ৫ মেঃটন, শ্রীমন্তপুর ইউনিয়নে ৬৬ মেঃটন এবং বাহাদুরপুর ইউনিয়নে ২৪ মেঃটন গম ক্রয় করা হবে। এ গম ক্রয় অভিযান চলবে ৩০ জুন পর্যন্ত।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে