দোজখের কঠিন আজাব থেকে মুক্তির দশক আসছে

প্রকাশিত: মে ১৩, ২০২০; সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ |
খবর > মতামত
দোজখের কঠিন আজাব থেকে মুক্তির দশক আসছে

পদ্মাটাইমস ডেস্ক : বান্দার গুনাহর চেয়ে আল্লাহর দয়া হাজার হাজার কোটি গুণ বেশি। তাই বান্দা যখনই মহান আল্লাহর দরবারে এসে সমর্পণের সঙ্গে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোজখের কঠিন আজাব থেকে মুক্তির দশক আসছে। অর্থাৎ রহমত ও মাগফেরাত শেষ হয়ে নাজাতের দশক আসছে। কতটুকু করুণা পেয়েছি মহান আল্লাহর?

প্রতিটি মুমিন বান্দার লক্ষ্য হওয়া উচিত রমজানের এই শেষ সময়ে ইবাদতে বেশি বেশি মনোযোগী হওয়া। ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোজখের আগুন থেকে মুক্তি কামনা করা। পূর্বের কৃতকর্মের জন্য বেশি বেশি তওবা/ইস্তিগফার করা। আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু।

হযরত উম্মে ইসমত (রা.) থেকে বর্ণিত, রাসূলে করীম (সা.) ইরশাদ করেছেন, রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য গুণাগারকে দোজখের আগুন থেকে মুক্তি দান করেন।

ইস্তিগফার (ক্ষমা) চাওয়া গুরুত্বপূর্ণ আমল। গুনাহর রাস্তা থেকে সরে আসবে এবং অতীতের গুনাহ জন্য বান্দা ক্ষমা চাইবে- এতে আল্লাহ খুশি হন। ক্ষমা চাওয়ার মধ্যেই বান্দার মুক্তি।

আজ ১৯ রমজান। ইফতারের পরে ২০ রমজান শুরু হবে। শেষ দশকের যাত্রা শুরু হচ্ছে। এই দশকে বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশের কথা বলা হয়েছে। তাই এ দশকে শবেকদর পাওয়ার আশায় প্রতিটি মুসলিম বেশি বেশি ইবাদত-বন্দেগী করবে একাগ্রচিত্তে।

লাইলাতুল কদরের ফজিলত লাভে আমরা স্বচেষ্ট থাকি, ইবাদতে মশগুল হই। কেননা এই রাত হাজার মাসের চেয়েও উত্তম।

তাই প্রত্যেক মুমিনের রমজানের শেষ দিনগুলো কাটুক তওবা ও ইবাদতের মাধ্যমে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে