রাজশাহীতে আ.লীগ নেতা বেন্টুর ইফতার বিতরণ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। রমজান মাসজুড়ে তার এই ইফতার বিতরণ চলবে। এর অংশ হিসেবে শনিবার ইফতারের আগে নগরের হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ে তিনি নিজে পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।
এর আগে তালিকা অনুযায়ী প্রায় ৪০০ কর্মহীন অসহায় পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ইফতার সামগ্রীর প্যাকেট করে তা পৌঁছে দেয়া হচ্ছে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারগুলোতে। রমজান মাসজুড়ে নগরের হড়গ্রাম ও এর আশপাশের এলাকার অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি পৌঁছে যাবে ইফতার সামগ্রী।
ইফতার বিতরণের এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক ও নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। তার নিজের গড়ে তোলা সামাজিক সংগঠন আমরা নতুন প্রজন্মের সদস্যদের মাধ্যমে অসহায় পরিবারে সহায়তা দিয়ে আছেন তিনি। এছাড়াও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ে পরিবারে খাদ্য সামগ্রী সহায়তাও দিয়ে আসছেন আজিজুল আলম বেন্টু।
আমরা নতুন প্রজন্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক বলেন, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টুর একক পৃষ্টপোষকতায় আমরা নতুন প্রজন্মের আয়োজনে রমজান মাসজুড়ে ইফতার মাহফিল ও পথচারি রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হতো। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে ইফতার মাহফিল বাতিল করে এই ভিন্ন আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। অসহায় পরিবারগুলোর বাড়িতে ইফতার পৌঁছে দেয়া হচ্ছে। এর আগে নগরের প্রায় দুই হাজার কর্মহীন পরিবারকে চাল, ডাল, তেল, আলু ও সাবান দেয়া হয়।
আজিজুল আলম বেন্টু বলেন, মানবিকতা ও সমাজের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। এর অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় পরিবারগুলোকে সহায়তা দিয়ে আসছি। এই সহায়তা দেয়া কার্যক্রম অব্যাহত থাকবে।