বঙ্গবন্ধুর ছয় দফা

প্রকাশিত: ০৭-০৬-২০২০, সময়: ১৮:৫৬ |

দ্বি-জাতির ভিত্তিতে গড়া এক দেশ
নাম যার পূর্ব-পশ্চিম পাকিস্তান।

উর্দুভাষি ও শাসকদের জ্ঞান-মননে
পূর্ব বাংলার দাবি পাইনিকো স্থান।

ওরা পাকিস্তানী, আমরা বাঙ্গালী
তেল আর জলের অসম কালি-
তাই বৈষুম্য আর দাবিয়ে রাখার
পাঁয়তারা চলছে-
নির্যাতন আর জেল জুলুমের
খড়গ চালাচ্ছে-

একদিন নয়, দুইদিন নয়, বছরও
নয়-পুরো যুগ দেড়।
কষ্টে ও কোটি ত্যাগের চেষ্টাতেও
মন গলছে না ওদের।

একই রাষ্ট্রমায়ের দু’টি সন্তান
ওরা পশ্চিমে আমরা পুবে-
ওদের রাজ্যের সোনালী সুর্য,
মোদের কষ্টের ভূমিতে ডুবে।

ওরা পোলাও কুর্তায় হয় না সন্তোষ
আমাদের অভুক্তেও তারা বাড়াই আক্রোশ।

চরম বৈষুম্য, শাসনের নামে অত্যাচার
দোলাচলে পূর্ব, দাবিতে অটল মুজিবুর।
এযে বাঙ্গালীর মুক্তির সনদ
এযে জাতীর আত্মার মানদ।

৫২-তে ভাষা, ৬৬-তে অধিকার ও অস্তিত্ব
রক্ষায় ছয় দফা।
রক্তক্ষয়ি যুদ্ধ, মুক্ত পতাকা ও স্বাধীন দেশ
৭১ যার শেষ রফা।

কবি, সাংবাদিক ও কলামিষ্ট-মাহবুব দুলাল

উপরে