দেশে ম্যাসেঞ্জারভিত্তিক সেবা ‘হ্যাচ’ এর যাত্রা শুরু
পদ্মাটাইমস ডেস্ক : বাজারসদাই করতে দেশে প্রথম ম্যাসেঞ্জারভিত্তিক প্ল্যাটফর্ম ‘হ্যাচ’ এর যাত্রা শুরু হয়েছে। ‘হ্যাচ’র এর ম্যাসেঞ্জারে মাত্র এক মিনিটেই অর্ডার সেরে ফেলা যাবে সাপ্তাহিক মুদি, তরকারি ও ফলের বাজার। ‘হ্যাচ’র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা মায়মুনা রাশিদ এবং এসএমও নাওয়েদ দম্পতি।
পুষ্টি এবং স্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ এবং ফার্মেসি নিয়ে পড়াশোনা করা মায়মুনা প্রথম এই সাপ্তাহিক বাজারের সমাধানের কথা ভাবেন। এই চিন্তা থেকেই আসে ‘হ্যাচ’। নাওয়েদ সহায়তা করেন টেকনোলজিক্যাল এবং ব্র্যান্ডিংয়ে।
‘হ্যাচ’ এর মাধ্যমে অর্ডার করতে প্রথমে ম্যাসেঞ্জারে গিয়ে ঐধঃপয লিখে সার্চ করতে হবে। কমলা রঙের লোগোসহ ‘হ্যাচ’র পেইজ সিলেক্ট করে এলাকার নাম লিখে প্যাকেজ সিলেক্ট করে কার্ড অথবা মোবাইল পেমেন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।
বর্তমানে ‘হ্যাচ’ সমগ্র ঢাকার সব এলাকায় ডেলিভারি সুবিধা দিচ্ছে। যাত্রা শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই ১০০টি ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে জানান মায়মুনা-নাওয়েদ দম্পতি।