ভুয়া ছবিতে ফ্যাক্ট চেকড লেবেল বসাচ্ছে গুগল
পদ্মাটাইমস ডেস্ক : অনেক সময় ছবি এডিট করে গুগলে ভুয়া তথ্য ছড়ানো হয়। চট করে দেখে অনেকে আসল ও এডিটেড ছবির পার্থক্য ধরতে পারেন না। ফলে সহজেই ভুল তথ্য বিশ্বাস করে ফেলেন।
এই সমস্যা সমাধানে ভাইরাল কিছু ছবির নিচে ফ্যাক্ট চেকড লেবেল বসাচ্ছে গুগল। ফলে এখন থেকে গুগল ইমেজে গেলে কোনো কোনো ছবির নিচে ফ্যাক্ট চেকড লেবেল দেখা যাবে। সেখানে ছবি সম্পর্কে বাড়তি কিছু তথ্য পাওয়া যাবে। যেমন রাস্তায় পানির নিচে হাঙ্গর সাঁতরে যাচ্ছে -এমন একটি ছবি কিছুদিন আগে ভাইরাল হয়। থার্ডপার্টি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পলিটিফ্যাক্ট ছবির নিচে জানিয়েছে, ছবিটি এডিট করা।
আসল ছবিতে হাঙ্গরটি সমুদ্রের মধ্যে ছিলো। সেখান থেকে হাঙ্গরের ছবিটা কেটে রাস্তার পানিতে বসানো হয়েছে। ফলে রাস্তায় হাঙ্গর দেখে মানুষ উৎসুক হয় ছবিটি বেশি পরিমাণে শেয়ার করেছে। এ ধরণের ভুয়া ছবির প্রচার ঠেকাতেই ফ্যাক্ট চেকিং সেবা চালু করেছে গুগল। এ কাজে তাদেরকে সহায়তা করছে বিভিন্ন থার্ডপার্টি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট।