বিকাশ অ্যাপে বন্ধ হলো প্রতারণার পথ
পদ্মটাইমস ডেস্ক : মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ অ্যাপে বড় ধরনের পরিবর্তন এনে গ্রাহকদের সঙ্গে প্রতারণার পথ বন্ধ করেছে বিকাশ কর্তৃপক্ষ। এর আগে বিকাশের গ্রাহকদের কখনো উপহারের লোভ দেখিয়ে, আবার ভুলে টাকা চলে গেছে, কখনো বা অ্যাকাউন্ট ভেরিভাই করার ফাঁদ দেখিয়ে করা হয়েছে প্রতারণা। এর মাধ্যমে নানা প্রতারক চক্র তাদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এসব বিষয় নিয়ে বিকাশ গ্রাহকদের অভিযোগ ছিল দীর্ঘদিনের।
জানা গেছে, বিকাশের এ পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে মাহবুব কবির মিলন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ধন্যবাদ bKash কর্তৃপক্ষকে। তাঁরা মাল্টি ডিভাইস লগইন বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ একটি একাউন্ট থেকেই আপনি এখন ট্রানজেকশন করতে পারবেন। ওটিপি পিন নাম্বার দিয়েও আর অন্য ডিভাইস থেকে একাউন্ট চালাতে পারবেন না।’
‘প্রতারকরা আপনার ওটিপি পিন নিয়ে আপনার একাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারবে না। আপাতত বন্ধ হয়ে গেল প্রতারকদের রাস্তা। সামান্য চেষ্টা করেছিলাম। বিকাশ গ্রাহকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তা প্রমাণিত হল। সন্মান দিয়েছেন অংসখ্য গ্রাহকদের। এজন্যই বলেছিলাম, আমরা পারি না এমন কিছু নেই। রক্ষা পেল গ্রাহকদের কষ্টার্জিত অর্থ প্রতারকদের কবল থেকে। এখন কিন্তু আপনার পালা। একাউন্ট সহ মোবাইল আবার কারো হাতে দিয়ে দিয়েন না।’