কামরুল ইসলাম পেলেন ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা

প্রকাশিত: আগস্ট ২২, ২০২০; সময়: ৮:১৮ অপরাহ্ণ |
কামরুল ইসলাম পেলেন ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোট গল্পকার কামরুল ইসলাম স্টেট গভর্মেন্ট পরিচালিত গুজরাট সাহিত্য অ্যাাকাডেমি ও মোটিভেশনাল স্ট্রিপস গ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশন কতৃক যৌথভাবে প্রদত্ত ভারতের স্বাধীনতা দিবস সম্মাননা-২০২০ পেয়েছেন। ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসে ১০৫ জন ভারতীয় কবি/লেখক এবং পৃথিবীর ৮০ টা দেশের ২৪৫ জন কবি/লেখককে এই সম্মাননা প্রদান করা হয়।

গুজরাট সাহিত্য অ্যাকাডেমির সভাপতি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডঃ বিষ্ণু পান্ড্য লেখক বাছাই কমিটিরও সভাপতি ছিলেন। আরও ছিলেন মোটিভেশনাল স্ট্রিপস গ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশনের প্রতিষ্ঠাতা সম্মানিত লেখক শিজু এইচ পল্লিথাঝেথ এবং মোটিভেশনাল স্ট্রিপসের সম্মানিত ফোরাম পরিচালক কবি সাব্রিনা ইয়াং।

কবি হিসেবে এধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বড় আনন্দের ও উৎসাহের। এই সম্মাননা প্রদানের জন্য তিনি গুজরাট সাহিত্য অ্যাাকাডেমি, ডঃ বিষ্ণু পান্ড্য, মোটিভেশনাল স্ট্রিপস গ্লোবাল অ্যাাডমিনিস্ট্রেশন-এর প্রতিষ্ঠাতা সম্মানিত লেখক শিজু এইচ পল্লিথাঝেথ এবং সম্মানিত ফোরাম পরিচালক কবি সাব্রিনা ইয়াংকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি একজন দ্বি-ভাষিক কবি। দেশে-বিদেশের পত্র-পত্রিকায় বাংলার পাশাপাশি তার ইংরেজি কবিতাও প্রকাশিত হয়ে আসছে। কামরুল ইসলামের জন্ম কুষ্টিয়ার ফিলিপনগর গ্রামের গোলাবাড়ি পাড়ায়। তিনি মূলত সরকারি কলেজের ইংরেজির অধ্যাপক। বর্তমানে উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, রাজশাহীতে পরিচালক পদে কর্মরত আছেন। এগারটি কাব্যগ্রন্থ (নির্বাচিত কবিতা ও ২০২০ সালে কোলকাতার ভাষালিপি থেকে প্রকাশিত ‘কিছুটা ভোর বাতাসের গদ্যসহ’ কাব্যগ্রন্থসহ), চারটি প্রবন্ধের বই, একটি ছোটগল্পের বই এবং একটি Edited book: Green Fogs: A Collection of Contemporary Bangla Poetry (২০১৭), এ পর্যন্ত প্রকাশিত হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে