বিশ্বের সবচেয়ে দামি ভেড়া
পদ্মাটাইমস ডেস্ক : স্কটল্যান্ডের এক নিলামে ৪৯০,০০০ মার্কিন ডলার মূল্যে একটি ভেড়া বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ চার কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা! এটিই বিশ্বের সবচেয়ে দামী ভেড়া।
ডাবল ডায়মন্ড নামের ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি করা হয়। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০০০০ গিনি (১৩,০০০ মার্কিন ডলার)।
জয়ী নিলামকারীদের একজন জেফ আইকেন দ্য গার্ডিয়ানকে বলেন, “এটা ঘোড়দৌড় কিংবা বাছুর বেচাকেনার অন্য সব ব্যবসার মতোই। কিছুদিন পরপরই এধরনের বিশেষ কিছু আসে, আর গতকাল তো বেশ দারুণ এক টেক্সেল ভেড়া এসে হাজির হয়। সবাই এর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে।”
নিলাম যুদ্ধের মাধ্যমে ভেড়াটির দাম বাড়তে থাকে, এক পর্যায়ে তিনটি ফার্ম একত্রে ভেড়াটি কিনে নিবে এই মর্মে দাম নির্ধারিত হয়।
হল্যান্ডের এধরণের ভেড়ার মাংস এদিকে অনেক জনপ্রিয়। নিলামে জীবন্ত পশুপাখি বিক্রি করা যুক্তরাজ্যের বেশ প্রচলিত ঘটনা। গিনির বিনিময়ে নিলামের দরদাম হাঁকা হয়, ১ গিনির মূল্যমান ১.৪০ মার্কিন ডলার।
ইতোপূর্বে, ২০০৯ সালে ‘ডেভারনোভেল পারফেকশন’ নামের একটি ভেড়া ২৩০,০০০ পাউন্ডে (৩০৭,০০০ ডলার) বিক্রি হয়।