বোতলে চিঠি আর স্বামীর শেষাস্থি, দু’বছর পর মিলল স্পেনের সৈকতে
পদ্মাটাইমস ডেস্ক : গল্প-উপন্যাসে কিংবা সিনেমায় কতই তো দেখা যায় কাঁচের বোতলে চিঠি পুরে ছুঁড়ে দেওয়া হচ্ছে সমুদ্রে। কিন্তু এই বার্তাগুলো কি কখনো গন্তব্যে পৌঁছে? কিংবা আদৌ কি কেউ কখনো খুঁজে পায় এমন কিছু?
কিন্তু বাস্তবও কখনো কখনো গল্পকে হার মানায়। এমনই এক ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের বাসিন্দা মেরি হুইট এর সঙ্গে। দুবছর আগে মেরির স্বামী জেরি হুইট মারা যান। এর দু’মাস পর পরিবারকে নিয়ে ফ্লোরিডা বেড়াতে যান মেরি, সঙ্গে করে নিয়ে যান স্বামীর জেরির শেষকৃত্যের ছাই। ঠিক করেছিলেন জেরির একটি ছবি, একটি কাগজে তার উদ্দেশ্যে লেখা ছোট্ট একটি চিঠি আর সেই ছাই বোতলে পুরে ভাসিয়ে দেবেন আটলান্টিকের বুকে। পরিবারের সঙ্গে ফ্লোরিডার ডেয়টোনা সৈকতে দাঁড়িয়ে তাই করলেন মেরি।
তিনি বলেন, ‘জেরির খুব ভ্রমণের শখ ছিল আমি চেয়েছিলাম, চলে যাবার পরও এভাবেই যেন ও ভ্রমণ করে যেতে পারে সে কথাই ভেবেছিলাম আমি।’
এরপর কেটে গেছে দীর্ঘ দুই বছর।
মেরি জানান, কয়েকদিন আগে স্পেনের কারবাজো অঞ্চলের আলভারেজ পরিবারের কাছ থেকে একটি ইমেইল পান তিনি। পরিবারটি গত ১৩ আগস্ট স্পেনের উত্তর পশ্চিমের রাযো সৈকতে বেড়াতে যান পরিবারটি। সেখানেই জেরির শেষাস্থি আর মেরির সেই চিঠি পোরা বতলটি খুঁজে পান তারা। পেয়েই মেরিকে ইমেইল করে পরিবারটি।
মেরি তাদেরকে বলেন, বোতল থেকে জেরির ছাইগুলো যেন আটলান্টিমের নীল জলে ভাসিয়ে দেন তারা। আলভারেজ পরিবারও তাই করে এবং তা ভিডিও করে মেরিকে পাঠান।
মেরি জানান, আলভারেজ পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের এই অবদানটুকু আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।’