বরণ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২০; সময়: ৩:২৪ অপরাহ্ণ |
খবর > শিল্প-সাহিত্য
এভাবে শরত আসে, সন্ধ্যা নামে
কাশফুলের সাদা মেঘ ভেসে বেড়ায়,
জলের সীমানায়।
নদীর তীরে ঝিরিঝিরি বাতাস আর
কুলুকুলু শব্দের টানে
শরত আসে, কাছে টানে।
কিন্তু বর্ষার রিমিঝিম,
আকাশ ভেঙ্গে বৃষ্টি, বিজলী,
থোকা থোকা কাদা পানি,
শিশির বিন্দুর কদম ফুলের দানি
আকড়ে ধরে, অনুভবে থাকে
বর্ষায় অভ্যস্ততা, চায়না মন ছাড়তে তাকে।
কিন্তু শরত তার মোহময়তা দিয়ে
কাছে টানতে থাকে,
মেঘের পটে আকা কারু দেখিয়ে
শরত তার দিকে টানে।
বর্ষাকে ভুলিয়ে, শরত মনে ধরে
এভাবে শরত আসে, সন্ধ্যার মায়া জড়িয়ে।
এরপর আবার ধানের দুলুনি দিয়ে
হেলেধুলে, নবান্নের ঘ্রাণে
হেমন্ত ডাকে উৎসবে, মৃদুল হাওয়ায়,
মায়াবী আব্রু আর পিঠার দানায়।
অভ্যস্ত শরত তখন ছেড়ে দিতে চায়না মনে
তবু ছেড়ে দিতে হয়, হেমন্তকে নিতে হয় বরণে।
* কাউছার হামিদ : সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
রাজশাহী